Skip to main content

ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা -ভাবনা

                                        

 আমার অনেক আগ থেকেই ফ্রিলান্সিং এর দিকে চিন্তা ভাবনা ছিল। ভার্সিটি লাইফে অনেক বন্ধু, বড়  দের দেখছি বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করতে এবং অনেক ডলার ইনকাম করতে। ভার্সিটির টংয়ে বসে অনেকের ডলার ইনকাম এর গল্প শুনতাম। সি এস টি ডিপার্টমেন্ট এর রনি ভাই নামে এক বড় ভাই নিজের ফ্রিল্যান্সিং টাকা দিয়ে প্রাইভেট কার ইউস করত। তখন ভাবতাম কাজ টা মনে হয় অনেক কঠিন। সব কিছু মিলিয়ে ইচ্ছা ছিল যে কাজ টা শিখবার। ভার্সিটি লাইফে তেমন সুযোগ হয়নি এই আধুনিক স্কিল টা অর্জন করার।

                

                                                   image source

কেন ডিজিটাল মার্কেটিং পছন্দ  করা ঃ করোনা মহামারী কারনে যখন লকডাউন দিয়ে দিল তখন ফ্রিল্যান্সিং এর উপর বিভিন্ন কোর্স নিয়ে ইউটিউব,  গুগল,  বিভিন্ন কনটেন্ট, ভিডিও দেখার শুরু করি এবং পাশাপাশি আমার পরিচিত বন্ধু ভাই ব্রাদার দের সাথে পরামর্শ নেই কোন কোর্স টা করা যায়। তার পর সিদ্ধান্ত নেই যে ডিজিটাল মার্কেটিং আমার জিন্য বেস্ট হবে।

ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার পরিকল্পনা ঃ
ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার প্রথম যে লক্ষ্য টা থাকবে তা হল এই কোর্স সম্পর্কে খুটিনাটি সব কিছু ভালো করে জানা।  শুধু টিচারের ক্লাসের উপর নয় বরং উনার দেখানো নির্দেশনা অনুযায়ী ইউটিউব ফলো করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট লেভেল এ নিজেকে নিয়ে যাওয়া। দ্বিতীয় যে লক্ষ্য টি  হল ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হওয়ার পর এটাকে ফ্রিল্যান্সিং এ প্রয়োগ করা। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করা যাতে আমি গ্লোবাল কমিউনিটির সামনে নিজের দক্ষতা তুলে ধরতে পারি।


ডিজিটাল মার্কেটিং ঠিক কোন স্কিল নিয়ে কাজ করতে চাই ঃ
সত্যি বলতে কি আমি সম্পূর্ণ নতুন ডিজিটাল মার্কেটিং এ। এখন পর্যন্ত যা কিছু জানা হয়েছে সবই আমাদের সম্মানিত মেন্টর খালিদ বিজু ভাই থেকে সাথে ইউ টিউব থেকে কিছু সাপোর্ট। এখনো ঠিক স্পেসিফিক ঠিক করা হয় নি কোন দিকে নিজের স্কিল টাকে বিল্ড করব। কিন্তু এইটুকু নিসন্দেহে বলতে পারি আমাদের ৮ টি লেকচার কমপ্লিট হয়েছে । এই লেকচার গুলো থেকে Marketing Strategy , SEO  দিকে ফোকাস দিচ্ছি।

পরিশেষে বলব সময়ের সাথে সাথে সব কিছুর ই পরিবর্তন আসে। আমিও তার ব্যতিক্রম নই। জীবনের এই প্রয়োজন এ এসে ডিজিটাল মার্কেটিং আমার জন্য সত্যি ভালো কিছু উপহার দিবে। কোর্স শুরু করার সময় আগ্রহ থেকে ক্লাস চলাকালীন মেন্টর সাহেবের কথা, গল্প, অনুপ্রেরণা গুলো আগ্রহ  আরও বাড়িয়ে দিচ্ছে।



Comments